জীবন তরী
**********
শ্যামল মন্ডল
************
দু:খ সুখের জোয়ার ভাঁটায়
জীবনতরী খানি ,
নুন সাগরে যায় রে ভরে
দিল দরিয়ার পানি ।
ভাঙ্গা তরী চলছে না আর
জোড়াতালি দিয়ে ,
উথাল রে ওই ঢেউয়ের দোলায়
যায় রে সবই নিয়ে ।
ও তুই নাও ভাসালি মাঝ দরিয়ায়
কুল কিনারা নাই ,
মরিচীকা সামনে রে তোর
টানছে দেহ তাই ।
হায়রে জীবন তোর কি হবে
শেষ বেলাতে এসে ,
ভাঙ্গা কাঠের তরী যে তোর
যায় রে কোথায় ভেসে।
সময় থাকতে দেখলি না রে
বৈঠা যে তোর ভাঙ্গা ,
মন মাঝি রে কেমনে পাবি
ভব পাড়ের ডাঙ্গা ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)