শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বদলে গেল- শ্যামল মণ্ডল

 বদলে গেল

**********
শ্যামল মণ্ডল
-------------------
সময়টা যে চলছে খারাপ
               বলবো কী আর সমাচার
কেমন যেন বদলে গেল
                    চারদিকেতে হাহাকার
নিজেই হলাম কর্মহীন
                 হায় রে এমন করোনায়
সব হারালো অন্ধকারে
                      দিলে কেমন যাতনা,
হঠাৎ সেদিন আচম্বিতে
                   কাজ হারিয়ে বাড়িতে
তারপরে যা বেহাল দশা
                  চড়বে না চাল হাড়িতে।
আজকে বসে ভাবছি তাই
                       সৎপথে যা কামানো
আয়-ব্যয়ে হয় সমান সমান
                    খরচা সব'ই তা মানো।
কী আর বলি, এই কারণেই
                    সামনে সবই অন্ধকার
আশা-ভরসা সব ফুরালো
                 হবে না যে আর বাজার।

এতে ছড়া ওতে ছড়া
                  মনে যা আসে লিখে যাই
ছড়া ছাড়া আর কিছু নাই।
        ছড়ার মাঝেই সুখ খুঁজে পাই।
বিপদেও লিখছি গো তাই
           এমন মতি কার আছে ভাই ¡
আমার মতো লক্ষ জনে
               ভীষণ রণে করছে লড়াই ।



- শ্যামল মণ্ডল

Previous
Next Post »