ইয়াসের কারণে কী পরিস্থিতি জানতে সে মাসীকে ফোন করে। এবং কথায় কথায় কথাটা জানাতে ভুলে যায়নি। তারপর ওঁর মাসী ওঁকে একটা গল্প শুনিয়ে দিয়েছেন, গল্পটি এরকম :
এক গ্রামে একজন জেলের দুই ছেলে, ছোট ছেলে গরিব বড় ছেলে ধনী। বড় ভগবানকে বলল ভগবান যেন ছোট ভাইয়ের মতো গরিব বানিয়ে দেয়। ভগবান বড় ছেলের ইচ্ছা মতো গরিব হয়ে গেল। পরদিন দুভাই গেল নদীতে মাছ ধরতে, দুভাই সমান ওজনের দুটি করে মোট চারটি মাছ পেল। ছোটভাই মহানন্দে দুটো মাছ'ই রান্না করে খেয়ে ফেলল, আর বড় একটি মাছ খাওয়ার জন্য রেখে আর একটি মাছ বেচে দিল। যথারীতি প্রত্যেক দিন এক'ই ভাবে দুটি করে মাছ পেতে থাকলো এবং প্রথমদিনের মতোই বড় ভাই একটি করে মাছ বেচেতে থাকলো এভাবে পূনরায় বড় ভাই ধনী হয়ে গেল এবং ছোটভাই দিন আনি দিন চলতে থাকলো।