শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

আসছে - শ্যামল মণ্ডল

 আসছে 

******,
শ্যামল মণ্ডল
**********
নীল আকাশে তাকিয়ে ছিলাম
                         স্বপ্নে বিভোর হয়ে,
বদলে গেল আকাশের রঙ
                    আনলো রে মেঘ বয়ে
হঠাৎ করে গুরুম গুরুম
                      আকাশে মেঘ ডাকে,
বিদ্যুতে দেয় ঝলকানি ঐ
                      মেঘের ফাঁকে ফাঁকে ।
আসছে রে ঝড় সাগর থেকে
                       ভাঙতে গরিব বাড়ি,
করবে উজার ক্ষেতের ফসল
                     ভাঙবে গাছের সারি।
পাখপাখালির ভাঙবে বাসা
                       মরবে পাখির ছানা,
ত্রাণের নামে রাজনীতিতে
                            চলবে দড়ি টানা।

Previous
Next Post »