শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

আজ ফুরোলেই কাল - শ্যামল মণ্ডল

 আজ ফুরোলেই কাল

-শ্যামল মণ্ডল-
********************
একটা ভুলে যায় গুলে সব
                        দই ফেটে হয় ঘোল,
দুধের মাঝে পড়লে চোনা
                   বদলে যায় তার ভোল।
আজন্মকাল এমনি যাবে
                             কাঁটার বিছানায় ,
দুঃখের মাঝে খুঁজে বেড়াই
                               সুখের ঠিকানা।
সেই সেদিনে জন্মেছিলাম
                             আঁধার ছিল পথ,
আলোর দেখা পেলাম না তো
                                 ব্যর্থ মনোরথ ।
শেষের দিনে এই আঁধারেই
                              থাকবে পড়ে সব,
দিন ফুরালে বন্ধ হবে
                                  সকল কলরব।
কী হবে আর এসব ভেবে
                                 সব হবে বেহাল,
আজ ফুরোলেই  সব হারাবে
                             কালকে হবে কাল।

Previous
Next Post »