শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

আসুক বর্ষাকাল - শ্যামল মণ্ডল

 

আসুক বর্ষাকাল
**************
শ্যামল মণ্ডল
"" "" "" "" "" "" "" "" "
আকাশ কালো বাতাস ভার
                               বৃষ্টি ঝমাঝম,
ডাল খিচুড়ি হবে আজ
                         সঙ্গে আলুর দম।
সব্জী কেনার পয়সা নাই
                      পড়ল না তাই কম,
পাইনি কোথাও খুঁজে কাজ
                     আয়ে তাই অক্ষম।
শহরে বাস করি তাই
                          জমি-জমা নাই,
দিনে আনি দিনে খাই
                          মজুরী যা পাই।
চাষির আশা মিটুক রে
                       আসুক বর্ষাকাল,
বৃষ্টি ঝরে ঝড়ুক রে
                        ভরুক নদী খাল।
গাঁয়ের চাষি জেলে ভাই
                     ওদের খুশির দিন,
হোক না ঘরে খড়ের চাল
                      হোকনা ভাঙ্গা টিন।
বৃষ্টি পড়ে পড়ুক না
                           পডুক সারাক্ষণ,
গ্রীষ্ম শেষের বৃষ্টিতে
                           ভিজে গেল মন।

-শ্যামল মণ্ডল

Previous
Next Post »