শোনো করোনা
****************
শ্যামল মণ্ডল
*************
এলেমদারে ঝটকা মারে
ফাটকাবাজী করে,
ছাপোষা তো সকাল- রাতে
পেটের জ্বালায় মরে।
তাদের জন্য জোগায় অন্ন
ভিন্ন দেশের রাজা,
যদি সে কাজ যায় চলে আজ
কাল থেকে পায় সাজা।
কেউ নয় দায়ি পরিযায়ীর
দেশ বিদেশে থাকা,
যেখানে যায় কাজ করে খায়
চাকরি তো নয় পাকা।
তাই করোনা দোষ দিওনা
বাইরে যাবেই কাজে,
পেটের টানে চড়বে যানে
অনেক লোকের মাঝে।
যদি এক চুল হয়ে যায় ডুল
আড়ালে দাঁড়িয়ে দেখো,
শোনো করোনা কাছে ঘেষোনা
ওদের সুস্থ রেখো।
-শ্যামল মণ্ডল