শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বেঁচে থাকা

 

আমরা পাশাপাশি সুখ দুঃখে থাকি

ভাবনা তো নেই কোন 

চাই না ঘর ছাড়িতে তাই আছি বাড়িতে।
এই মহামারীতে ভাত নেই হাঁড়িতে ।
চালচূলাহীনতায় জীবন দীনতায়
থেমে থেমে চলছে, সবল এ দলছে।
বেচে থালা, বাটি, ভূঁই, ভিটে মাটি
বেঁচে থাকা শর্তে, পারছি না মরতে।


Previous
Next Post »