শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ভয়'টা কিসের ভাই - শ্যামল মণ্ডল

 কোভিড কোভিড ভয় যে গভীর, 

কখন যে কার হয়¡

তাইতো ভীষন লাগে ভয়।

সর্দি কাশি কিংবা হাঁচি, 

যা হোক যদি হয়, 

ভীষণ লাগে ভয়।

কোভিড কোভিড চলছে হাওয়া, 

উড়ছে সবার নাওয়া খাওয়া, 

কি জানি কখন কি যে হয়¡

ওরে, ভীষণ লাগে ভয়।

থাকতে সময় ভাবতে হবে, 

সাবধানেতে থাকতে হবে,

কিসের তবে ভয়? 

ভয়কে মোরা করবো জয়। 


সবাই যদি মুখোশ পরে, 

থাকতে পারে দূরে দূরে, 

ভয়টা কিসের ভাই? 

তখন কোভিড বলে যাই...যাই..   যাই   

-শ্যামল মণ্ডল

Previous
Next Post »