শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

আগমনীর আগমনে- শ্যামল মণ্ডল


নদীর কুলে কাশের বনে দোলা লেগেছে ,
শারদীয়ার আগমনে মন'যে মেতেছে ।
ছোট্ট দিঘীর ফর্সা জলে শালুক ফুটেছে ,
মনে দোলা লেগেছে।

আকাশ জুড়ে মেঘ বলাকা দূর দেশে যায় ভেসে,
প্রভাতে আজ পূব গগণে সূর্য উদয় হেসে।
মিষ্টি রোদে শরৎ সকাল ফুলে সেজেছে
মনে দোলা লেগেছে।

বর্ষা শেষে গাঁয়ে গাঁয়ে শ্যামলমতি এসেছে,
অল্প অল্প শিশির বিন্দু ঘাসের ডগায় জমেছে
মেঠো গাঁয়ে শারদীয়া রঙ এঁকেছে
মনে দোলা লেগেছে।


Previous
Next Post »