শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

চাষির ব্যথা - শ্যামল মণ্ডল

চাষির ব্যথা 

*********

 ও চাষি ভাই ও চাষি ভাই তোমরা কেমন আছো?

আমরা থাকি পেটে ভাতে তোমরা যদি বাঁচো।

আমরা বাবু মোসাহেবী কায়দা কানুন চালাই,

শহর জুড়ে রাজ করে যাই চালাই ধানাই পানাই।

লেখা পড়ায় আমরা গুণি আমরা জানি কেতা।

ব্যবসা করি ঠকবাজীতে আমরা বনি নেতা।

আমরা মাঝের মধ্যবিত্ত অর্থ জোয়াল টানি

রঙবদলে আমরা পাকা গিরগিটি ছল জানি।

বলছি শুনুন বাবু মশাই মোদের গাঁয়ের কথা,

কর্জ নিয়ে ফসল ফলাই কেউ জানে না ব্যথা 

সস্তা দামের ফসল গুলো ফলে চাষির ঘরে

দরদামেতে দামি সবই সব লুঠে খায় ফড়ে।

হাজার চাষির মরণদশা গাঁয়ের বাতাস ভারী

কাঁদছে ক্ষেতের শস্য ফসল কাঁদছে পুরুষ নারী। 

- শ্যামল মণ্ডল

Previous
Next Post »