শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

গাছ লাগাবো

গাছ লাগাবো

***********

শ‍্যামল মন্ডল

**********

০৫/০৬/২০১৮

****

গাছ লাগাতে দ্বিধা যত

কাটতে দ্বিধা নাই ,

গাছ লাগাতে লজ্জা কিসের

ভাবছি বসে তাই ।

সেবার ছিল চৈত্র মাসের

ভরা দুপুর বেলা ,

দুরের গাঁয়ে যাওয়ার ছিল

দেখতে চড়ক মেলা ।

ধূধূ মাঠে শুকনো কাঠে

হচ্ছে বোঝাই গাড়ি ,

পথের ধারে ছিল যত

শাল সেগুনের সারি ,

চোরের দলে কুড়ুল মেরে

সাফ করেছে সব ,

পাখির বাসার ভগ্ন খাঁচা

বাচ্চা পাখির শব ।

উড়ছে পাখি দিক্-বিদিকে

করছে কিচির মিচির ,

বাস্তুহারা নিশ্ব তারা 

কান্না শোকের জিগির ।

মানব জাতির হিংস্র রূপ 

অন‍্য জীবে নাই ।

একলা পথে চলতে গিয়ে

হিসাব ভুলে যাই ।

আমিও তো ভেবেছিলাম

আসছে বোশেখ মাসে ,

গাছ গুলো সব বেচে দিলে

পয়সা যদি আসে !

সেই আশাতে কাঠগোলাতে

কথা দিয়ে ছিলাম ,

মর্মভেদী দৃশ‍্য দেখে

নতুন শপথ নিলাম ।

কাটতে হলে একটিও গাছ

তিনটি লাগাবো,

বৃক্ষরোপন লক্ষ‍্যপূরণ

প্রচার চালাবো ।

এই গরমে অনেক খুঁজে

একটা গাছই পাই ,

হাপিত‍্যেশ করে শেষে

তার তলাতে যাই ।

গরম হাওয়ায় গাছের ছায়ায়

শীতল হয়ে যায় ,

ঘুম পাড়ানি বুড়ি এসে

চোখ জুড়িয়ে যায় ।।

Previous
Next Post »