বিপন্নতা
*****
শ্যামল মন্ডল
************
বৌয়ের কথা শুনবে নাকি
মায়ের কথা মানবে !
দুইয়ের মাঝে রেষারেষি
কোথায় গিয়ে থামবে ।
মায়ের কাছে ছোট্ট শিশু
বৌয়ের কাছে জোয়ান ,
শোনায় কথা যেমন খুশি
দুইজনেতেই সেয়ান ।
মায়ের কাছে শুনতে গেলে
বৌয়ের সন্দ লাগে ,
বৌয়ের সাথে ফিসির ফিসির
মায়ের আঁতে লাগে ।
মায়ের কাছে স্নেহ আশীষ
বৌয়ের ভালোবাসা ,
দুটোই দামি সম্বল নিয়ে
চলছে জীবন খাসা ।
পাড়ার লোকে বলছে ছেলে
বৌয়ের কথায় নাচে ,
ছেলে শুধুই চুপটি করে
বাবার মতোই বাঁচে ।
শাঁখের কড়াত যেমন কাটে
তেমন দশা হলে ,
সুখের নেশা বড়ই মধুর
এমন করে চলে।।