মামাবাড়ি
শ্যামল মণ্ডল
***********
ঠাকুরনগর মামাবাড়ি
ইচ্ছা করে যেতে,
বাগান থেকে আমলকি কুল
ইচ্ছা করে খেতে।
মেলার পাশে শিকদার বাড়ি
গাছগাছালি ঘেরা,
ছোটবেলার স্মৃতি গুলো
আমার কাছে সেরা।
আম খাব না জাম খাবো
পেয়ারা, বাতাবি,
তেজপাতা ,বেত, কয়েত বেলের
বাগান মায়াবী।
ছোট্ট মামা দিদার পাশে
শান্ত হয়ে থাকে ,
দস্যিপনায় সঙ্গে নিতাম
আমার মামার মাকে।
জমজ মাসি তাই হত ভুল
কোন মাসির নাম কী যে!
দুইমাসিতে লড়াই হলে
ভিমরি খেতাম নিজে।
একটু দূরে হাইস্কুল আর
প্রাথমিক উঠোনে
শিক্ষা ক্ষেত্রে শিকদার বাড়ি
উদার প্রয়োজনে।
সেই বাড়িটির নাতি আমি
শোভা রাণীর ছেলে,
খবর দিও ভালো আছি
ঠাকুরবাড়ি গেলে।