শিশির ঝরা
✍️শ্যামল মণ্ডল✍️
***********
শীতের পাখি ডাকছে বসে
গাছের ডালে ডালে,
মাছরাঙা মাছ ধরতে গেল
গাঁয়ের পুকুর খালে।
পায়রা-ঘুঘু কাক-শালিকের
শিশির-ভেজা ডানা
চড়ুই পাখি নামবে মাঠে
শুনছে না আর মানা।
মা পাখিরা পাখনা মেলে
রেখেছে ছা ঢেকে,
মৌমাছি মৌ আনতে গেছে
শিশির গায়ে মেখে।
প্রভাতী রঙ দেয় ছড়িয়ে
আকাশে বাতাসে,
চোখ মেলে ফুল আনন্দেতে
স্নান করে সুবাসে।
শিশির ঝরা সকালবেলা
একটু ঘুরে দেখা,
শীতসকালের রূপের মোহে
এই ছড়াটি লেখা।