শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বিনটু - শ্যামল মণ্ডল

 🥸বিনটু🥸 Beentoo

শ্যামল মণ্ডল

"*"*"*"*"*"*



চাকুরী দেখেছে কত না ভেবেছে লাগিয়ে রেখেছে চর, 

ওরা তো জেনেছে অনেক ঝেড়েছে বানাবে দালান ঘর।


শত বিশারদ কত তোষামোদ শিরায় শিরায় স্রোত, 

হাসিখুশি বুকে আছি মহাসুখে ভেঙেছি সবার ঘোঁট। 

আনাগোনা রোজ চলে নানা ভোজ মহীমা সীমানা হীন, 

চাকুরির শেষে ফিরে এসে দেশে হয়েছি এখন দীন। 


জমানো টাকায় বানানো এ ঘর সবাই হয়েছে পর।

কেউ তো আসে না কেউ তো ভাবে না নাই সে বাজার দর।


ভাঙা খাটে শুয়ে তারা গুনে যাই আঁধার হয়েছে দূর, 

জোনাকিরা উড়ে সারা ঘর জুড়ে ঝিঁঝিঁর মায়াবী সুর। 


ভালো আছি তাই শত্রুও নাই  মিত্রেরও খোঁজ নাই , 

শয়নে স্বপনে কবিতার সনে সময় কাটিয়ে যাই।

Previous
Next Post »