শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

সংরক্ষণ - শ্যামল মণ্ডল

 সংরক্ষণ

-শ্যামল মণ্ডল

*************



বন্ধ হোক আজ জাতের নামে

                 বিভেদের ঐ সংরক্ষণ, 

যাক না উঠে এদেশ থেকে            

         জাত-বিজাতের বিভাজন ।


ধনী গরীব মাপকাঠি হোক

        সব জাতি হোক এক সমান, 

ভাত কখনো জাত চেনে না

            খিদের কালে হয় প্রমাণ ।


চলছে কোটা নানান ভাবে

              সে সব কোটা বন্ধ হোক,

থাকেও যদি নেই যে ক্ষতি

            তা যদি পায় গরীব লোক। 


যাদের ঘরে রোজ অনাহার

                 অন্ন আবাস বস্ত্র চায়, 

শিক্ষা - চাকরি সব ঘরে হোক       

     জাত-বিভাজন হোক বিদায়। 


Previous
Next Post »