জবাবদিহি
শ্যামল মণ্ডল
************
সারা জীবন কী করেছি
পাই না হিসাব তার,
শেষের বেলায় এসে হিসাব
মেলাই পুনর্বার,
স্মৃতির পাতাও ধীরে ধীরে
ঝাপসা হয়ে যায়।
জবাবদিহি কী যে দেব
বিদায়ের বেলায়।
নাই কোন যোগ সবই বিয়োগ
ভাগফলেও শূন্য,
পারিনি যোগার করতে আমি
এক রতিও পূণ্য,
শেষের পাড়ি দিতে গেলে
সেই ঘাটেও খাজনা চায়
জবাবদিহি কী যে দেব
বিদায়ের বেলায়।
নিজের স্বার্থে মানবধর্ম
করেছি বর্জন,
সেই কারণে নেই যে পাশে
আত্মপরিজন,
শূন্য হৃদয় শূন্য ভাড়ার
আমি অসহায় ।
জবাবদিহি কী যে দেব
বিদায়ের বেলায়।
স্মৃতির পাতাও ধীরে ধীরে
ঝাপসা হয়ে যায়।
জবাবদিহি কী যে দেব
বিদায়ের বেলায়।