এলো বর্ষা
- শ্যামল মণ্ডল
***********
**************
ঊষার আলো নেই যে কোথাও,
নীল আকাশও নাই,
আষাঢ় এলো বর্ষা নিয়ে
বাদল নামে তাই--
শামুকখোল আর বকের সারি
ভরছে সারা মাঠ,
জালে বোঝাই জেলে নৌকা,
ছাড়ছে নদীর ঘাট।
মাছরাঙা আর ডাহুক পাখি,
হাঁস প্যাঁক প্যাঁক দল,
বৃষ্টিতে আজ ওদের মজা----
বলছে সবাই চল্।
টোপর মাথায় পদ্ম-শালুক
বৃষ্টি ভেজা ফুল,
কাতলা রুই আর শোল, মাগুরে
করছে হূলুস্থুল।
ফিঙে, শালিক, বাবুই, চড়ুই,
টুনটুনি, দাঁড়কাক,
বর্ষা ধারায় যায় না শোনা---
পাখপাখালির ডাক।