শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

আমি যাবো একদিন - শ্যামল মণ্ডল

 আমি যাবো একদিন

*****************
শ্যামল মণ্ডল
***********



বৌ চলেছে বাংলাদেশে
                খুশির সীমা নাই  ,
পিঠে-পুলি ইলিশ খাবে
                   আমি সঙ্গে নাই।
শস্য শ্যামল সোনার ফসল
                 জল থই-থই নদী,
ভাগ্যে আমার হয়নি দেখা
                সে দেশ অদ্যবধি।
স্বপ্ন দেখি সুযোগ পেলে
               যাবো ঠিক'ই আমি,
ওদেশেতে দেখবো মেপে
                হৃদয় কত দামী।
পল্লীগীতি ভাটিয়ালি
                বাউল কবির দেশে,
থাকলে কপাল ঘুরবো কদিন
              লালন ফকির বেশে।
পল্লীকবির গাঁয়ে যাবো
             ঘুরবো চাষের ক্ষেতে,
হবো কদিন জেলে তাঁতি 
                   আনন্দেতে মেতে¡
বঙ্গবন্ধুর দেশ দেখিতে
                     সাধ জাগে মনে,
মিলতে আরো সাধ আছে ভাই
               সেখ হাসিনার সনে।

Previous
Next Post »