শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

নিপাত যাক - শ্যামল মণ্ডল

 নিপাত যাক 

শ্যামল মণ্ডল

*************



মিথ্যা ভাষণ চলছে ভীষণ

              রাজনীতির ঐ ময়দানে,

আমজনতার বেঘোরে ঘুম, 

           জেতায় মিথ্যা- ভোটদানে, 

আসছে ভোটে বাজাও ঢাক, 

মিথ্যাবাদী নিপাত যাক।


কেমন নেতা স্বভাব কেমন

               আমজনতা সব জানে,

ভোটের দিনে যায় ভুলে সব

           ভোটটা দেবে কোনখানে, 

ইচিং বিচিং চিচিং ফাঁক, 

দেশ-লুটেরা নিপাত যাক।


আমজনতার এক'ই  দাবি

            আমরা সবাই ভারতবাসী, 

থাকবো আরো লক্ষ বছর

             সব জাতিতে পাশাপাশি, 

হিংস্রতা পথ ধরবো না, 

জাত-বিভেদে লড়বো না।


ঘুষ খোরেদের ঘুম তাড়াতে

             সত্য সজাগ দোর খোলো, 

মার ঝাড়ু মার বলে সবাই

     একই সাথে আওয়াজ তোলো, 

দেশে শান্তি বজায় থাক, 

দুর্নীতিবাজ নিপাত যাক।।

Previous
Next Post »