শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

যাযাবর - শ্যামল মণ্ডল


 

যাযাবর

*******

শ্যামল মণ্ডল

,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 

অমূল্য এ জীবনটাকে করতে যাযাবর,

এই হৃদয়ে উঠলো আবার নতুন করে ঝড়। 

যেমন চলে পাহাড় ছুঁয়ে ঝর্ণা ধারাপাত,

চাঁদের আলোয় ঢেউয়ের দোলা স্বপ্ন মাখা রাত।

আজ এখানে কাল ওখানে বাঁধবো রে নোঙর,

ফুলের মধু খেয়ে বেড়ায় মৌ লোভি  ভ্রমর।

ভ্রমর নিজে জানেই না তো শ্রমিক জীবন তাঁর,

ফাগুন প্রেমে উড়ে উড়ে জীবন করে পার।

ঝড় তুলে তাই ঘুরে বেড়াই নাম না জানা দেশ।

দেখবো এ পথ কোথায় হবে সীমান্তের'ই শেষ।


Previous
Next Post »