শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কালের স্মৃতি - শ্যামল মণ্ডল

কালের স্মৃতি : শ্যামল মণ্ডল
, ***************
হাসিখুশির স্মৃতি গুলো
               ফিরে আসে বারংবার,
খেলাধুলার সে সব বেলা
       আসবে না তো ফিরে আর।
সবাই ছিলাম মিলেমিশে
                সবার সাথে ছিল ভাব,
খুঁজতো না কেউ সে সব দিনে
           নিজের কোন লাভালাভ।

সবার ভালো চাইতো সবাই
               ছিল না তো অজুহাত,
কর্মহীনও কেউ ছিল না
         জুটতো সবার দুটো ভাত।
জাতের নামে বজ্জাতিতে
             করতো সবাই প্রতিবাদ ,
একের দুঃখে অন্যে দুঃখি
           যায়নি শোনা আর্তনাদ ।

এখন দেখি কালের স্রোতে
             ভেসে গেছে এ সমাজ,
মানবতার পাঠশালাটাও
             বন্ধ পড়ে আছে আজ।
অবশিষ্ট আর কিছু নেই
                     সব'ই হল মরুময়,
ধীরে ধীরে মানব জাতির
                  হয়ে চলে অবক্ষয়।

আমিও তাই ভালো তো নাই
             আঁধার দেখি চারদিক,
মানব ধর্ম করবো পালন
              শয়তানেরে শত-ধিক।


Previous
Next Post »