ছন্দ ঘোরে
*********
ছন্দ ঘোরে মনের পাশে
লিখতে গেলেই ছন্দ আসে,
তাই তো আমি ছন্দ ছাড়া লিখতে পারি না।
মন চলে যায় সুদূর পানে,
মেঘ-বলাকাও এসব জানে,
কলম ধরে তাইতো আমি লিখতে ছাড়ি না।
শ্যামল মায়া গহীন বনে
মন টেনে নেয় ক্ষণে-ক্ষণে
ছন্দের এই রসের ধারায় বনে হারায় মন
পাহাড়ী গাঁ মেঘের সাথে
বৃষ্টি অঝোর ধারাপাতে
ঝম-ঝমা-ঝম ঝর্ণা ঝরে সুরের আলোড়ন।
টিলায়-টিলায় সব্জী ক্ষেতে
গাঁয়ের চাষি থাকে মেতে
ছন্দ দিয়েই ছোট-ছোট তাঁরাও বাঁধে গান।
আমারও তো কোন দোষ নাই
ছন্দ-দোলায় মনকে ভরাই
ছন্দে আমার দুঃখী মনে আনে খুশির বান।