শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

চাকরি চাই- শ্যামল মণ্ডল

 

চাকরি চাই
🌠🌠🌠🌠
শ্যামল মন্ডল
🔥🔥🔥🔥🔥
১৮/০৯/২০২১
*************

ছোট্ট থেকেই স্বপ্ন ছিল
                     করবো আমি রাজ,
পড়াশুনা শেষ হল তাই
                      চাই এবারে কাজ ।
কুঁড়ে ঘরে থাকবো না আর
                       বাঁধবো পাকা ঘর,
সবাই আমার হবে আপন
                       কেউ রবে না পর।
খিদের জ্বালা আর হবেনা
                 পাতবো না আর হাত,
পান্তাভাতও ছেড়ে এবার
                      খাবো গরম ভাত।
চাকরিটা চাই জলদি এবার
                        দুঃখটা হোক দূর,
দীনের ঘরে বাজুক এবার
                          আনন্দের'ই সুর।

Previous
Next Post »