শ্রম
শ্যামল মণ্ডল
চাষি জোগায় দেশের খাদ্য
শ্রমিক গড়ে দেশ,
দুমুঠো ভাত পায় না তবু
সুখেই কাটায় বেশ।
নাই যে ওদের লোভ লালসা
চায় না ওরা জীৎ,
চিলকাল'ই ওরা গরিব
নরম মনের ভিত।
সস্তা ওদের দেহের রক্ত
সস্তা মাথার ঘাম,
সব বেচেও পায় না ওরা
শ্রমের উচিত দাম।
ওদের ঘরের ছেলে মেয়ের
শিক্ষা সাধারণ
উচ্চশিক্ষা লাভের আশা
স্বপ্ন আভরণ।
-শ্যামল মণ্ডল