মাইয়ার বাপ
*************
শ্যামল মন্ডল
************
আইবো কুডুুম বাড়িতে গো
খাইতে দিমু কিডা!
কয়দিন ধইরা কামো তো নাই
এহন করুম কিডা !
কী খাওয়ামু পয়সা তো নাই
কেমন হইলাম ব্যাডা ,
কইতে পারেন করুম কিডা
দেখবো মোরে ক্যাডা।
অনেক টাহা লাইগবো অহন
মাইয়া দিমু বিয়া ,
অনেক খুইজা ঘডক মশাই
আইবো কুডুম নিয়া।
মাইয়াডারে বিদায় দিমু
কিন্না দিমু শাড়ি ,
সাইজা গুইজা মাইয়াডা মোর
যাইবো শউর বাড়ি ।
মাষ্টার মশাইর ভরসা লইয়া
কইরলো লেখাপড়া ,
পাড়ার মাইনসে কইরা গ্যাছে
কত কী মশকরা ।
মাষ্টার আইসা কইলো বইলা
ইস্কুলে পাঠাই,
থাকুম না কেউ বকলমা
অক্ষর জ্ঞানও চাই।
তেনার ছেয়ায় মাইয়া আমার
শিখল পড়া লেখা ,
এহন আমার স্বপ্ন একখান
জুইতের পোলা দেখা ।
কইল হেইদিন ঘডক মশাই
তেমন পোলা আছে ,
দেওন থোওন দিবা কিছু
যেটুক সাধ্য আছে ।
তাইতে হেদিন হইলাম রাজি
আইবো তারা আইজ ,
বাজার দিয়া কাতলা আনুম
দেইক্কা বড় সাইজ ।
টাহা নাই তো কি হইছে
মাষ্টারে দেয় ভরসা,
ভগবানের মতো মোগো
মাষ্টারের মন ফর্সা।
ব্যাগ ভইরা বাজার নিলাম
কাতলা কেজি দুই,
আলু বেগুন পটল নিলাম
শাক ও নিলাম পুঁই।
বউরে কইলাম রান্না কইরো
কাতলা মাছের ঝোল ,
খাইবো আইসা হবু জামাই
না হয় য্যান গোল ।
বেহান বেহান আইলো কুডুম
বইলো বারান্দায় ,
খাওন দাওন হইলে তারা
মাইয়া দ্যাহন চায় ।
ঘরের থিকা মাইয়া আমার
চিল্লাই চিল্লাই কয় ,
অগো এহন যাবার কও
খাওন যদি হয় ।
আঠারো মোর হয় নাই মোডে
বিয়া দিবেন ক্যান ,
পড়া করুম চাকরি করুম
তহন বিয়া দ্যান ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)