শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

সুপ্রভাতী - শ্যামল মণ্ডল



সুপ্রভাতী 
*******
ভোরেতে গাঁয়ের চাষি
                 জেগেছে প্রহর গুণে,
ভাঙে ঘুম শিশুদেরও
             পাখিদের কূজন শুনে।
প্রভাতীর আলতো ছোঁয়ায়
         কেটে যায় আঁধার রাত'ই,
এসেছে দুয়ার খুলে
                 প্রেমিকা সুপ্রভাতী।
ঘাসেও ফুটেছে ফুল
                 বনেও রঙের মেলা,
ঘাসেরও কচি ডগায়
               ফড়িংও করে খেলা।
সোহাগে দেয় ভরিয়ে
         ঊষার'ই আলোক ছটায়,
দিনের'ই হোল শুরু
               কোলাহল ঘনঘটায়।
চাষি যায় ফসল ক্ষেতে
     লাঙ্গল আর জোয়াল কাঁধে,
চাষি বউ রান্না ঘরে
           ভাতে-ভাত চূলায় রাঁধে।
বাউলে গান গেয়ে যায়
              ফকির আর দরবেশে,
এভাবেই দিন কেটে যায়
            জীবনকে ভালোবেসে ।

-শ্যামল মণ্ডল

Previous
Next Post »