এসো মাগো
**********
শ্যামল মণ্ডল
***********
এসো মাগো ফিরে আবার
বাংলা মায়ের খালি বুকে,
তোমায় পেয়ে আমরা ক'দিন
কাটাতে চাই সর্বসুখে,
শোনো মাগো শোনো মা
জলদি ধরায় এসো মা
ভুলতে চাই মা, মনের ব্যথা
জমানো যা যেথায় আছে।
অন্ন-বস্ত্র বাসস্থান চাই
দাবি মাগো তোমার কাছে।
সর্বদাত্রী মাতা তুমি
করে দাও মা স্বর্গভূমি
করোনাকে বিদায় ক'রে
অক্সিজেন দাও ধরা'য় ভ'রে
দুইটি বছর কাটলো মাগো
দু:খ ব্যথার ভেলায় চ'ড়ে।
মূল্যবৃদ্ধির বাড়-বাড়ন্ত
গরিব হল সর্বশান্ত
সব দেখে যাও এই ক'দিনে
পুঁজিপতির কী কারসাজি
ওরা'ই এখন হর্তাকর্তা
টাকার খেলায় মারছে বাজি।
কী আর বলবো তোমায় মাগো
তুমি এবার একটু জাগো
আশির্বাদে রেখো মাগো
আমাদের'ই সদাই ঘিরে।
রোগের বালাই দূর করে মা
কৈলাশে যাও আবার ফিরে
*******************************