কবি শ্যামল শস্য শ্যামল 🙏🌱
----------------------------------
-- ঋদেনদিক মিত্রো
কবি শ্যামল শস্য শ্যামল,
সবুজ ভরা মাঠ,
হাওয়া এসে দেয় নাড়িয়ে
কখন করে কাৎ,
তখন নাচে মাঠ,
সূর্য প'ড়ে নেচে ওঠে
ভোরের বেলায় বেশ,
তাকিয়ে দেখো, দিগন্ত দূর ---
নেই সবুজের শেষ,
রাতের বেলা হাওয়া ও চাঁদ
শস্য-মাঠে খ্যালে,
কুয়াশা তো নিজের মতন
রহস্যতা ম্যালে,
রাত পোহালে ভোর এসে যায়,
আকাশে রোদ হাসে,
জাগিয়ে দিতে সক্কলকে
নিচেই নেমে আসে,
এমনি রকম কবিতা পাই
কবি শ্যামল বাবুর,
গ্রাম নিয়ে তাঁর ছন্দ ধারা,
আহা সেকি জাদুর,
বাংলা ভাষার এই সন্তান,
কবির দলে সেরা-য়,
চাকরি নিয়ে সারা ভারত
দুই পা ঘুরে বেড়ায়,
কত কঠিন মেহনতি
করেও লেখালিখি,
কষ্ট করে বড় হওয়া
তাঁর কাছেও শিখি,
লেখার বাইরে অন্য বিষয়
নিয়ে করেও কাজ,
চালান লেখা, ও পত্রিকা,
কী নিখুঁত সজাগ,
তাঁর পত্রিকা, নাম জানো তো,
আহ কী মনোরম,
দেশ বিদেশে জনপ্রিয় ---
Kabyapot.com !
----------------------------------------
(15 অক্টোবর 2021, রাত্রি, Ridendick Mitro, India )