ঝগড়া কেন ¡
শ্যামল মণ্ডল
************
ঝগড়া কিসের বিবাদ কিসের
হিংসা কিসের ভাই ¡
মোদের, বুঝতে বাকি নাই,
ধান্দাবাজীর মন্দা দেখে
ফন্দি খুঁজে যায়,
ওদের, ধান্দা ব্যবসায়।
আজ এখানে খন্দ করে
কাল সেখানে খাবে,
মধুর, গন্ধ পেলেই যাবে।
স্বপ্ন দেখি থাকলে ওরা
জুটবে পেটে ভাত,
ওরাই, করছে কুপোকাত।
ওদের নিয়ে ভাবনা কেন
আমরা করে যাই,
যাদের, চক্ষু লজ্জা নাই।
সুযোগ পেলে ওরাই দেবে
মোদের মুখে ছাই,
তার চে--, দূরেই সরে যাই।
-- শ্যামল মণ্ডল