শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

হাট খরচ - শ্যামল মণ্ডল

 হাট খরচ

*********

শ্যামল মন্ডল

^^^^^^^^^^^^^^

 বিকাল বেলার হাটেতে যাই 

বারো ভাজা কিনে তো খাই , 

বেগুনী আর পাঁপড় ভাজা

খেতে মজা তিলের খাজা

বাবার কাছে পয়সা পেলে

সিদ্ধ আলু তেঁতুল জলে

ফুচকা খাবো টাকায় হলে। 

আম জাম লেবু লিচু 

টাকায় হলে নেব কিছু 

দশ টাকা তো দিয়ে বাবা

বলেছিল কিনে খাবা

বারোভাজা খাসা ছিল

পাঁচ টাকাতেই অনেক দিল

টক ঝালেতে ঠোঙা ঝেড়ে

ফিরে আসি পাঁপড় মেরে

গরম গরম লাল বেগুনী 

তিন টাকাতে হাতে গুনি

শেষে কিনা এমন দশা

হাটের শেষে কাটে মশা

জীভের জলে রসাতলে

কিনে খাওয়া বৃথা ফলে

পেটের ব‍্যাথা সাথে করে

ফিরে আসি নিজের ঘরে।।

Previous
Next Post »