শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বুঝে শুনে ভোট'টা দেবো - শ্যামল মণ্ডল

বুঝে শুনে ভোট'টা দেবো

শ্যামল মণ্ডল

***********

ভোটটা এবার কাকে দেবো
                            ভাবছি বসে তাই,
রাজ দরবারে মনের মতো
                            সমাজসেবী চাই।
যে দলে চায় সাম্যনীতি,
                        জাত বিভেদও নাই
রাম-রহীমে মিলন-মেলা
                          যে দলে'তে পাই।
ঠিক করেছি সেই দলেতেই
                      এবার দেবো ভোট,
সেই দিকেতেই বাড়িয়ে দিলাম
                 আমার আবেগ, ঝোঁক             
বলছে সবাই খেলা হবে,
                বলছে না--- "চাই ভাত" ¡
ধর্ম নিয়ে রাজনীতিতে
                      সবাই কুপোকাত।
দল বদলে পাক্কা নেতা
                      চাইনা এবার কেউ,
ভোটটা এবার বুঝেই দেবো
                     আর হবো না ফেউ।
আমরা হলাম আমজনতা
                              অতিসাধারন,
ভোটেই এবার জবাব দেবো
                           করেছি সে পণ।
ভোটটা দেবো সকাল-সকাল
                        আর হবে না ভুল,
ভোটের পরে নিজের মাথার
                    ছিঁড়বো না আর চুল।


Previous
Next Post »