সমস্যা
********
শ্যামল মণ্ডল
**********
সাহিত্যিকের লেখা পড়েই
শিখছি নানান শব্দ
মাতৃভাষা বাংলা তবু
বাংলাতে হই জব্দ।
কেন জানেন?
বর্তমানের লেখক কিছু
লিখলে নতুন শব্দ
সেটাই তো ভাই কপিরাইটে
চলবে কয়েক অব্দ।
তাই নাকি ¡
তাই শুনে তো আকাশ ভাঙে
এটাই এখন বিতর্ক
লিখতে গেলে সব গুলে যায়
কেমনে হবো সতর্ক ¡
অবশ্যই :
কবির'ই শব্দরাজির কাব্যেতে সিক্ত হয়ে
দুচার লাইন লিখতে পারো অস্বীকার কিসের ভয়ে ¡
করছো না চুরি তুমি, শব্দ'কে নকল করো,
পরের লেখায় অকারণ বলছি না হামলে পড়ো।
কবি সেই প্রদীপ চন্দের "সূর্য আঁকে আল্পনা"
শব্দ যে ছন্দমূখর কারো তো নাই জল্পনা
সে নিয়ে তর্জা করে দুই কবির কেন আঁড়ি¡
মাঝেতে ঝাঁঝরা হয়ে করেছি বিচার তার'ই।
🙏🙏🙏🙏🙏
কথায় কথায় আমি তো ভাই অপরে নকল করি,
পরে'পর সাজিয়ে তারে নতুন এক কাব্য গড়ি,
স্বপ্নের'ই তো ছবি আঁকি আকাশি নীলের দেশে,
উড়ে চলে সে সব ছবি মেঘেদের ভেলায় ভেসে।
কেন কবি রাগ করো তায় একটু খুশি থাকো
ভাষার এই দুর্দিনে চাই নতুনে হাতটি রাখো।
🙏🙏🙏🙏🙏🙏