শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

হায়রে কেমন জ্বালা । শ্যামল মণ্ডল।


হায়রে কেমন জ্বালা  
✍️শ্যামল মণ্ডল✍️
 লকডাউনের মাঝে               
নেয় না যে কেউ কাজে,  
সকাল থেকে সাঁঝে 6              
জ্বলছি বউয়ের ঝাঁঝে । 
পাই যে কোথায় টাকা                       
সবার নজর বাঁকা, 
 রান্না হবে কি যে                      
ভাবছি বসে নিজে,  
বৌয়ের চোখও ভিজে                      
ঘরে কিছু নাই যে।  
ঢাকনা দিয়ে ঢাকা                        
খালি হাঁড়ি রাখা,  
পাই যে কোথায় টাকা                   
সবার পকেট ফাঁকা। 
 হায় করোনার জ্বালা                    
 জীবন ঝালাপালা, 
 কানে মেরে তালা                 
 হলাম কানে কালা। 
 পরের কাছে চেয়ে                 
 দু কিলো চাল পেয়ে,
  দুইটি ছেলে-মেয়ে             
 থাকলো দুদিন খেয়ে।  
দিন আনি দিন খাই তো       
কাজটা তো তাই  চাই তো,  
উপায় কিছুই নাই তো                
       ভাবছি বসে তাইতো।                                
Previous
Next Post »