শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

পঁচিশতম বিবাহ বার্ষিকী । শ্যামল মণ্ডল।



পঁচিশতম বিবাহ বার্ষিকী
✍️শ্যামল মণ্ডল✍️
সাত জনমের সঙ্গী হতে সেই যে শপথ নিলে
পঁচিশ বছর পার করিলে দুইটি হৃদয় মিলে
প্রথম যেদিন দিলে দেখা হলদে রঙের ফুলে,
সেদিন হৃদয় কেমন যেন উঠেছিল দুলে।
রঙবাহারী প্রজাপতি ফুল বাগিচায় উড়ে
আম কাঠালের বনে বনে ডাকলো কোকিল সুরে।
মন হারালো সেই ক্ষণে মোর উড়লো ডানা মেলে,
হিয়ার মাঝেই হারিয়ে গেলাম প্রেমের সুধা ঢেলে।
আজ নিজেকে খুঁজিলে পাই তোমার হৃদয় মাঝে,
তুমিই আমার প্রেমের সখী আমার সকাল সাঁঝে।

Previous
Next Post »