শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ভবিষ্যত

 পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছি, নজর রয়েছে সাগরপানে 

নিস্তরঙ্গ সাগরে উত্তাল ঢেউ অথবা সুনামি আছড়ে পড়ার কোন পূর্বাভাস নেই,

মাঠে ময়দানে অলিতে গলিতে জনগণের উত্তাল জনসমুদ্রের মহামিছিলের পুর্বাভাস নেই।

নেই কোন বুভুক্ষুর আর্তনাদ।

না নেই, নেই কোন বেকার যুবক বা সদ্য বেকারের হাহাকার।

এসবই কি মহাপ্রলয়ের পূর্বাভাস ¡ কান পাতলেই শুনতে পাই, দুর তরঙ্গে ভেসে আসা হিঁসহিঁসানি ভয়ংকর শব্দ।


Previous
Next Post »