শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

নতুন জামা

নতুন জামা
*********
শ্যামল মণ্ডল
**********

ঢাকে কাঠি পড়ল গো আজ ষষ্টি পূজার দিনে,
আমায় তবু নতুন জামা দিল না কেউ কিনে।
সবার গায়ে রং বাহারে নতুন জামা জুতো,
আমার বাবা পূজার দিনেও খুঁজছে নানা ছুতো।
দেয়নি কিছুই বলছে দেবে আর ক'টা দিন গেলে,
কিনেই দেবে সত্যি সে তো
মাইনে যদি মেলে,
মাস কাবারি মাইনে'টা যে বন্ধ হয়েই আছে,
চাল কেনারও একটা টাকাও নেই বাবার কাছে।
ধারদেনা'তে ডুবছে বাবা বুঝতে বাকি নেই,
সব খরচ'ই চলতো শুধু মাইনে টাকাতেই ।
ছাটাই হয়ে সেই যে বাবার দু:খ হল শুরু,
ঘরের কোণে কাঁদতে দেখি বুকটা দুরু দুরু।
আমিও বেকার কাজের খোঁজে ঘুরছি দোরে-দোরে ।
ভরসা কোথাও পাচ্ছি না তাই আমার মাথাও ঘোরে।
সবার পুজোর খুশি দেখে মনটা খারাপ হয়।
তবুও জানি বাবা'ই জগৎ অন্য কিছুই নয়।।
Previous
Next Post »