শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ডেঙ্গির থাবা

ছড়া : ডেঙ্গির থাবা
****************
 শ্যামল মন্ডল
***************
বাইরে ঘরে সোহাগ ভরে
কাটছে মশা কুটুস করে
 ভনভনিয়ে উড়ছে মশা
করছে ডেঙ্গি বেহাল দশা,
গ্রাম শহরে বহু দুরে
রক্ত খেকো বেড়ায় উড়ে।
সুযোগ পেলেই স্বচ্ছ জলে
জন্মে মশা এগিয়ে চলে
সত্যিই মানুষ বদ্ধ হাবা
তাই তো ডেঙ্গি মারছে থাবা।
জ্বরের ঘোরে তুলছে ফণা,
খাচ্ছে চুষে রক্তকণা,
বাঁচতে হলে ডেঙ্গির থেকে,
স্বচ্ছ জলও রাখবে ঢেকে।
দুদিন পরেই পাত্র খালি,
নয় তো হবে ডিমের ডালি।
লক্ষ মশা বেড়েই যাবে,
বদলে হাতে ডেঙ্গি পাবে।
কোনটা খারাপ কোনটা ভালো ,
কোনটা আঁধার কোনটা আলো।
জেনেও সবাই বুঝছি না যে
ব্যস্ত মশাও নিজের কাজে।
********************
Previous
Next Post »