শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শব্দ জাল

শব্দ জাল
*********
শ্যামল মণ্ডল
************
শব্দ জালে বিদ্ধ হৃদয় বদ্ধ জলাশয়,
লভ্য তো নয় ভব্য বেশে সভ্য মোটে নয় ।
যোগ্য তো নয় অজ্ঞ তবু ভোগ্য হয়ে যায়,
সঙ্গ পেলে অঙ্গ ফেলে রঙ্গ ফিরে পায়।
অন্ড দানে পণ্ড করে ভণ্ড বিশারদে,
দণ্ড দেখে মণ্ড হয়ে চণ্ড নিরাপদে।
চর্ম মোটায় কর্ম পেয়ে নর্ম ছেড়ে ঘোরে,
মর্মহীনে ধর্ম বিনে বর্ম রাখে ধরে ।
কর্ষ করে বর্ষ ধরে হর্ষে চাষা হীন
ঘর্ষে পাষাণ সর্ষে ফুলে ধর্ষ হাতে লীন।
Previous
Next Post »