শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

জন্ম-ক্ষণ ও ধনস্থান

জন্ম-ক্ষণেই লেখা যে তাঁর ব্যর্থ জীবন-খাতা,
কেউ ধরেনি ঝড় বাদলে  একটা ভাঙা ছাতা।
পিতা মাতার অবলা ধন আগলে রেখে বুকে,
ধনস্থান এ শূন্য ভাঁড়ার চলছে ধুঁকে- ধুঁকে ।
আপন যে তাঁর কেউ হল না অর্থ যেথা মূলে,
এক সময়ের আপন যারা তাঁরাও গেছে ভুলে।
জগৎ চলে নিয়ম মেনে সৃষ্টি নাশের খেলা,
জীবন পথেও আসবে ফিরে শেষ গোধূলি বেলা ।
হিংসা ও দ্বেষ মিশবে ধূলায় থাকবে পরে কাজ'ই,
সবাই তবু ভুলছে সবই মত্ত আপন সাজ' ই।

--শ্যামল মণ্ডল
Previous
Next Post »