ফল
****
শ্যামল মন্ডল
***********
ফুলের রূপের মুগ্ধতা
শুদ্ধ মনের শুদ্ধতা
স্বচ্ছ জলের স্বচ্ছতা
সত্যবাদীর সততা।
মন ভালো যার সব ভালো,
দুষ্ট লোকের মন কালো।
আঁধার যতই হোক কালো
উজ্জ্বলতার দীপ জ্বালো।
ছোট্ট জীবন মঞ্চে নাটক
জেনেও তবু হচ্ছে ঘাতক
শান্তি খুঁজে বেড়ায় চাতক
পাপের নেশায় টলছে পাতক।
ধনের ধনী মহান ভাবে
অর্থ-কড়ি সঙ্গে পাবে।
শেষে যখন চিতায় যাবে
সে সবই ধন প'রে খাবে।
টকটকে লাল মাকাল ফল
টনক নাড়ায় জাতির কল
বিদ্যাসাগর অতল তল
মুর্খ খোঁজে ফটিক জল।
অত্যাচারী দুরাচার
বিষাক্ত মন কদাকার।
যমের কাছে শেষ বিচার
থাকবে খোলা নরক দ্বার।