শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

নমিতা - শ্যামল মণ্ডল

 নমিতা

********

শ্যামল মন্ডল

***********



আমার ছোটবেলা

কেমন ছিল শোন

সঙ্গী ছিল আমার

একটি ছোট বোনও।


ভাই-বোনেতে মিলে

কত রকম খেলা

ইচ্ছে খুশি মতো 

চলতো সারাবেলা।


উঠোন বারান্দাতে

চলতো ছুটাছুটি

বোনটি হঠাৎ রেগে 

ধরতো চুলের মুঠি।


ছয়টি আমের গাছের

হলদে সকল আমে

চড়লে দাদা গাছে

দাদার হাতে থামে।


টুকটুকে আম গুলো

বোনের দাবী মতো

হোক না লোভী দাদা

বোনের কাছে নত।


রাখতে স্বর্গসুখে

যমে দুয়ার খুলে

হঠাৎ সেদিন এসে

বোনকে নিল তুলে।


দাদার কাছে ছিল 

বোনের যত দাবি

হয়নি পূরণ করা

এখন শুধুই ভাবি।


মনে গাঁথা স্মৃতি

আর নামটি নমিতা

শ্বরণ করে তাঁরে

 লিখেছি কবিতায়। 


Previous
Next Post »