শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

আমার একটি কলম চাই-শ্যামল মণ্ডল



আমার একটি কলম চাই

শ্যামল মণ্ডল 

*******

কলম চাই, জোড়ালো কলম ।

 মজবুত ও প্রতিবাদী কলম, যে কলম সংগ্রামের হাতিয়ার হবে।

গরিব ও মেহনতী মানুষের পক্ষে লড়াই করবে, সেই কলম চাই। 

যে কলম দুর্নীতিবাজ ও ঘুষখোরেদের মুখে কালি ছিটিয়ে চুন লাগিয়ে দেবে, আমি সেই কলম চাই।

কেউ দেবেন আমায় এমন একখানি কলম। যার নীবের ডগায় থাকবে খুরধার শান দেওয়া।

যে নীব দিয়ে খুবলে উৎখাত করে দিতে পারি শয়তানের মুখোশ।

আমি সেই কলম চাই।

শুধু একখানি কলম, বাহারি রঙের কলম নয়, ভোতা হলেও চলবে না । খুব সাধারণ অমূল্য একটি কলম চাই। 

শান দেওয়া কলম চাই।

অনেক খুঁজেছি সে কলম পাইনি কোথাও। 

বিশ্বাসে ভর করে একটার পর একটা হাতে নিয়েছি সেগুলো একটি আঁচড়ও সইতে পারে না, নিমেষে ভোতা হয়ে যায়, পঙ্গু হয়ে যায়।

রঙিন পলেস্তারা খসে গিয়ে কদর্য রূপ বেড়িয়ে আসে।

এভাবেই দিনের পর দিন কেটে যায়, কিন্তু সে কলম আর পেলাম না।

- শ্যামল মণ্ডল

Previous
Next Post »