শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বিশুদাদা(২)- শ্যামল মণ্ডল

 

বিশুদাদা

**********
শ‍্যামল মন্ডল
************



(একটু শুধরে নেওয়া)
আমার পাড়ার বিশু দাদা
                            ডানপিটে খুব চঞ্চল ,
লুকো-চুরির মাস্টার
                            জানে সারা অঞ্চল ।
লিলিপুটের দলের মাঝে
                              একাই দলের নেতা ,
সব কাজেতে তার দেখা পাই
                        সেটাই তো তার কেতা ।
ফলের গাছে আসল নজর 
                           পাকা ফল তার চাই যে ,
যতই উচু হোক না সে গাছ
                           কোন ভয়-ডর নাই যে।
বাঁদরেও হার মেনে যায়
                                বিশুদাদার কাছে  ,
নজর শুধু তার চলে যায়
                               পাকা ফলের গাছে।
গামছা ভরে নামবে গাছের
                            আম-জাম-লেবু লিচু,
সব বিলিয়ে দেওয়ার পরে
                               রাখবে সাথে কিছু।
দেখে যদি তালের গাছে
                                কাঁদি ঝুলে আছে ,
তরতরিয়ে গাছ বেয়ে সে 
                               উঠেই যাবে গাছে ।
সেদিন দেখি বিশুদাদা
                               করেছে এক ফন্দি ,
গাছ-মালিকের তাড়া খেলে
                                একাই হবে বন্দি ।
আম পাড়িতে উঠলো সেদিন
                            কড়া রোদের দুপুরে ,
ডাল ভেঙে তো পড়লো দাদা
                         মালিক বাবুর পুকুরে ।
খটখটে সেই পুকুরে সে
                              যেই না পড়ে গেল ,
হাসপাতালের বিছানাতে
                             যায়গা খুঁজে পেল।
ডাক্তার বাবু দেখে বলেন
                             পা ভেঙ্গেছে মোটে,
বাঁদরামো'টা করলে বেশি
                           এমন সাজা জোটে।         
পা ভেঙ্গে তো বিশুদাদা
                             করে প্রাণের ভিক্ষা ,
বাঁদরামো' আর করবে না সে 
                           এই হোল তার শিক্ষা ।

Previous
Next Post »