তিমির
😎😎😎
শ্যামল মন্ডল
●●●●●●●●
রাত আঁধারে জন্ম আমার
আলোর দিশা নাই ,
দশ-দিকেতে খুঁজে ফিরি
পথ হারিয়ে যাই ।
রাত্রি তুমি নিকষ কালো
ভোরের দেখা নাই ,
রবির কিরণ সবার জন্য
আমিই আঁধার পাই ।
নিজের আলো নিভু নিভু
সলতে পুড়ে ছাই,
মেঘ আড়ালে মুখ ঢেকেছে
রবি-শশী নাই ।
মরীচিকা স্বপ্ন রঙিন
নতুন স্বপ্ন দেয় ,
সে সব বালাই নাই আঁধারে
স্বপ্ন কেড়ে নেয় ।
হয়তো সব'ই আঁধার দেখি
নিজেই অন্ধ তাই ,
হয়তো কোন বন্ধু আমায়
ডাকবে ব'লে ভাই।
পথ হারানো এই পথিকের
আছে যত দুখ,
হয়তো বা কেউ ভগ্ন হৃদে
ভরে দেবে সুখ ।
সেই আশাতে বুক বেঁধে আজ
চলছি নতুন পথ ,
হয়তো সেদিন আসবে ফিরে
চলবে সুখের রথ ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)