শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

লাটাই সুতো - শ্যামল মণ্ডল

 লাটাই সুতো

শ্যামল মণ্ডল 

চাঁদ বুড়ি সুতো কাটে দিয়ে হামাগুড়ি,

সেই সুতো বেঁধে ছোটে আকাশেতে ঘুড়ি।

তার সাথে ছুটে চলে সব শিশু মিলে

দেখি সেই ঘুড়ি গুলো ছোঁ মারে চিলে।

হেলে দুলে উড়ে লেজ সাজ প্রজাপতি,

কাটা ঘুড়ি চক্করে ভেসে যায় গতি

যার হাতে যত সুতো সেই বড় রাজা

যার সুতো কেটে যায় সে তো পায় সাজা।

সবল এর হাতে পরে যদি ভোঁ কাটে

খালি লাটাই নিয়ে কেউ হাত পেতে থাকে।

ঐ বুঝি হাতে আসে স্বপ্নের'ই ঘুড়ি

আকাশে বসে হাসে টুকটুকে বুড়ি।


Previous
Next Post »