শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ভরসা - শ্যামল মণ্ডল

 ভরসা

*******

শ্যামল মণ্ডল

১১/০১/২০২১

*************

সত্যিই রে ভাই সততার'ই পেলাম পুরস্কার,

পুরনোকে শ্রদ্ধা করেই জানাই নমস্কার।

সবার মাঝে থাকতে চেয়ে চেষ্টা শতবার,

বিফলে যায় সব কিছু ভাই সেটাই চমৎকার।

বছর শুরুর কয়েকদিনেই জবর খবর পাই, 

কাল যেখানে ব্যস্ত ছিলাম আজ সেখানে নাই ।

আজকে হলাম কর্মহীন কালকে বেকার হাল,

পরশু থেকে সংসারে আর থাকবে নারে চাল।

তার মাঝেতেই ঈশ্বরে ঠিক আনবে নতুন দূত,

সেটাই হবে পাওনা বড় দৈব মন্ত্রপূত।

শত্রু রে ভাই জগতে নাই সবাই প্রিয়জন,

কর্ম যদি একটি করি দেখেন শতজন।

পুঁজির খাতায় সততা ধন সেটাই ভবিষ্যত

বিপদে ঠিক বাতলে দেবে কোনটা সঠিক পথ।

তাই তো আমি চিন্তা ছেড়ে আঁকছি কাব্যপট

সময় হলেই জোয়ার জলে ভাসবে সাগরতট। 


Previous
Next Post »