শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

জীবন মূল্য - Shyamal Mondal

 জীবন মূল্য

শ্যামল মণ্ডল

************

জীবনটা কখনো থেমে যদি যায়।

দুইচার  দিন শুধু বিলাপে বিলায় ,

সবে ভুলে যাবে, ঠিক জেনো  তারপর,

তাই ভেবে একাকি  কাঁপি থর-থর।

টাকা কড়ি বাড়ি সবই হবে পর 

চিহ্ন কি রয়ে যাবে দাগ বরাবর?

সততাই মূলধন'ই সাথে রাখো তাই

জাত-পাত দূরে ঠেলে বলো সবে ভাই। 


মৌ মাখা বুলিতে ভাষা করো জয়

পাপ কাজ দুরাচারে মনে রাখো ভয়। 

হিতাহিত জ্ঞান যদি নাই থাকে কারো

জীবনের মূল্য'টা মাপ-জোখা ছাড়ো।

মানবের কুলে এসে মানবতা নাই

এমন এক জীবনের শুধু রবে ছাঁই। 

Previous
Next Post »