শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

অগ্নিকুণ্ডে নারী - শ্যামল মণ্ডল



মা বোনেরা ধর্ষিতা হয় সেই সমাজে বাস করা,

লাজ বসনে শব ঢেকে যায় পূরুষতন্ত্রে রাজ ধরা  । 

হায়রে রাজার রাজপেয়াদা মিথ্যে পোড়াস নারীর গা 

পেয়াদা তুই ভুলেই গেছিস তুইও কোনো  নারীর ছা। 

রাজার হুকুম তালিম করিস তুই বেয়াদব আর্দালি 

উঠবে না আর যতই কাচিস রাজমুকুটের দাগ কালি।

জ্বালতে হবে রাত দুপুরে এমন ধর্ম সর্বনাশ 

মিথ্যে পুরুষ আছিস সেজে অচিরে তোর হোক বিনাশ। 

ছোট্ট গাঁয়ের ঐ ঘটনা কাল ছিল যা ধর্ষণে।

রাত পোহাতেই বদলে গেল মিথ্যা মিথের বর্ষণে।

মোমবাতিটা জ্বাললে ক্ষণিক  সেই আলোতো নয় পাকা।

মা-বোনেরা গর্জে ওঠো সময় নাই আর চুপ থাকা। 

Previous
Next Post »